নাটোর জেলা সদর থেকে ১৭ কিলোমিটার দক্ষিন-পূর্বে বড়াল নদীর তীর সংলগ্ন বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন দয়ারামপুরের গর্ব স্বনামধন্য কাদিরাবাদ সেনানিবাসের অভ্যন্তরে বৃক্ষরাজির ছায়াঘেরা মনোরম পরিবেশে ৩.০০ একর জমির মধ্যে মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুলটি প্রতিষ্ঠিত। কাদিরাবাদ সেনানিবাসের প্রতিষ্ঠাকালে অত্র সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও, আরটি, সৈনিক ও অন্যান্য বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য ১৯৮২ সালের ১৪ই জুলাই তৎকালীন স্টেশন কমান্ডার কর্ণেল আবু রায়হান সৈয়দ হাম্মাদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় স্কুলটি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮২ সালের ০১লা সেপ্টেম্বর কাদিরাবাদ সেনানিবাসের ২৫নং বিল্ডিং-এ কর্ণেল আবু রায়হান সৈয়দ হাম্মাদ, স্টেশন কমান্ডার কাদিরাবাদ সেনানিবাস স্কুলটি উদ্বোধন করেন। উদ্বোধনের প্রাককালে স্কুলটিকে জুনিয়র বিদ্যালয় নামে নামকরণ করা হয়। একই বছরে স্কুলটি শিশু শ্রেণি হতে ৪র্থ শ্রেণি পর্যন্ত চালু করা হয়, পর্যায়ক্রমে বিদ্যালয়টি ৫ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। পরবর্তীতে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে ০২টি করে শাখা চালু করা হয়। ০১/০৭/১৯৮৩খ্রি. তারিখে স্কুলটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা অধিগৃহীত হয়, ফলশ্রæতিতে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড অত্র স্কুলের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৬ সালে ২০শে জুলাই তৎকালীন ই-এন-সি মেজর জেনারেল মাহমুদুল হাসান-এর সম্মানে স্কুলটিকে মাহমুদুল হাসান স্যাপার স্কুল নামে নামকরণ করা হয়। ০৩ মার্চ ১৯৮৬ খ্রিস্টাব্দে উপ-পরিচালক (প্রাথমিক), রাজশাহী অঞ্চল, রাজশাহী স্কুলটিকে মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুল নামে রেজিস্টেশন প্রদান করেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসে অনুমোদনের প্রেক্ষিতে ০১/০১/১৯খ্রি. তারিখে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জমিতে স্থানান্তর হয়েছে। স্কুলটিতে শিশু হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে ০২টি করে শাখাসহ মোট ০৬ টি শ্রেণিতে ১২টি শাখায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড-এর নিয়ন্ত্রণে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়োগপ্রাপ্ত ১৩ জন স্থায়ী শিক্ষক (প্রধান শিক্ষক সহ) কর্মরত আছে বর্তমানে বিদ্যালয়টি নাটোর জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় ও মডেল বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে।